শহর কলকাতা

CBI | নিজাম প্যালেস-সিজিও কমপ্লেক্স থেকে উঠে যাচ্ছে CBIর ঠিকানা! সব ব্রাঞ্চ আসছে এক ছাদের তলায়!

CBI | নিজাম প্যালেস-সিজিও কমপ্লেক্স থেকে উঠে যাচ্ছে CBIর ঠিকানা! সব ব্রাঞ্চ আসছে এক ছাদের তলায়!
Key Highlights

নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স থেকে ঠিকানা বদলে CBIর নতুন 'বাড়ি' হতে চলেছে নিউটাউনে।

ঠিকানা বদলাচ্ছে CBI। নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স থেকে ঠিকানা বদলে CBIর নতুন 'বাড়ি' হতে চলেছে নিউটাউনে। এতদিন CBI কলকাতা শাখায় দু’টি জায়গা থেকে কাজ করছিল। ACBর অফিস ছিল নিজাম প্যালেস। আর SCB, EOB র অফিস ছিল সিজিও কমপ্লেক্সে। তবে এবার এক ছাদের নিচে আসতে চলেছে কলকাতা ব্রাঞ্চের সব শাখা। নিউটাউনে এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ চকচকে বহুতল সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা হতে চলেছে। ১৪ তলার বহুতলের ৪টি তলেই হচ্ছে নতুন সিবিআই অফিস। সব ঠিক থাকলে বাংলা নববর্ষ থেকেই নতুন অফিসে বসে তদন্ত শুরু হবে।