R G Kar | 'তিলোত্তমা' ধর্ষণ ও খুনের ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর সন্ধান পেল সিবিআই? ঘুরে যেতে পারে আরজি কর কাণ্ডের মোড়

Thursday, September 5 2024, 12:15 pm
highlightKey Highlights

আরজিকরে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার প্রত্যক্ষদর্শীর সন্ধান পেল সিবিআই! এমনটাই দাবি করেছে এক সংবাদমাধ্যম।


আরজিকরে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার প্রত্যক্ষদর্শীর সন্ধান পেল সিবিআই! এমনটাই দাবি করেছে এক সংবাদমাধ্যম। তারা জানিয়েছে, ওই প্রত্যক্ষদর্শীই নতুন সূত্র তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে। লালবাজার জানিয়েছিল, ভোর ৪টে থেকে ৪.৩৫এর মধ্যে খুন হয়েছিলেন 'তিলোত্তমা'। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, সময়টা ৩টে থেকে ৫টার মধ্যে। কিন্তু প্রত্যক্ষদর্শী বলছে, খুন হয়েছে রাত দুটো নাগাদ। সিবিআই সাফ জানিয়েছে, নিরাপত্তাজনিত সমস্যার কারণে প্রত্যক্ষদর্শীর নাম কোনওভাবেই তারা প্রকাশ করবে না। ওই ব্যক্তির গোপন জবানবন্দির ব্যবস্থা করছে তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File