Arvind Kejriwal । কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিল CBI! দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী
Tuesday, July 30 2024, 8:55 am
Key Highlightsসোমবার আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই।
আরও চাপে অরবিন্দ কেজরিওয়াল। সোমবার আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। সূত্রের খবর, চার্জশিটে সিবিআই-এর দাবি কেজরিওয়ালের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ীরা।বিনিময়ে ব্যবসা বাড়াতে নানা সুবিধা নিয়েছিলেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ১৬ মার্চ দিল্লির সচিবালয়ে কেজরিওয়ালের দফতরে গিয়ে দেখা করেছিলেন ব্যবসায়ী মাগুনতা শ্রীনিবাসুলু রেড্ডি। কে কবিতার মাধ্যমে রেড্ডিকে সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে কথা হয় এরপরেই। পরিবর্তে আম আদমি পার্টিকে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করেন কেজরিওয়াল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- অরবিন্দ কেজরিওয়াল
- সিবিআই

