NEET | নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে পাটনা থেকে ২জনকে গ্রেফতার করলো সিবিআই!
Thursday, June 27 2024, 2:03 pm
Key Highlightsনিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার থেকে প্রথম গ্রেফতারি সিবিআইয়ের।
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার থেকে প্রথম গ্রেফতারি সিবিআইয়ের। জানা গিয়েছে, পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে মণীশ প্রকাশ এবং আশুতোষ নামের দুই ব্যক্তিকে। দুজনের বিরুদ্ধেই নিট পীরক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।সিবিআই সূত্রে খবর, গত ৪ মে নিট পরীক্ষার আগের দিন পাটনার লার্ন প্লে স্কুলের ছেলেদের হস্টলের একটি ঘরে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিলির ব্যবস্থা হয়েছিল। অভিযোগ, আশুতোষের সাহায্যে এই ষড়যন্ত্র করে মণীশ।
- Related topics -
- দেশ
- ভারত
- নিট পরীক্ষা
- পরীক্ষা
- সিবিআই

