Panagarh | রাতারাতি 'পাল্টি' পুলিশের! পানাগড়ের নৃত্যশিল্পীর মৃত্যুর ঘটনায় দায়ের হল অনিচ্ছাকৃত খুনের মামলা!
Tuesday, February 25 2025, 9:05 am
Key Highlightsমঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল পুলিশ।
পানাগড়ের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় রাতারাতি বদল পুলিশের কাজে। সোমবার রাতেই পুলিশ সুপার দাবি করেন, নিহত তরুণীর গাড়িই অন্য গাড়িতে তাড়া করেছিল। তবে মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল পুলিশ। জানা গিয়েছে, সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির আরোহী মিন্টু মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বেপরোয়াভাবে গাড়ি চালানো, প্রাণহানির চেষ্টা ও অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। এখন অনেকেরই প্রশ্ন, তাহলে কেন গতকাল পুলিশ গাড়ি রেষারেষির দাবি করে?
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- পুলিশ
- গাড়ি দুর্ঘটনা
- ক্রাইম

