Arabian Sea | জাহাজ থেকে আরব সাগরে পড়েছে মালবাহী কন্টেইনার, ক্ষতিকর তরল ছড়িয়ে পড়ার আশঙ্কা

কেরালার বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রের খবর, মালবাহী জাহাজ থেকে তেলের কন্টেনার সমুদ্রে পড়ে গিয়েছে।
উপকূল রক্ষী বাহিনী সূত্রে খবর, কেরালার সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে একটি মালবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজে ২৪ জন কর্মীর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, জাহাজ থেকে বেশ কিছু কন্টেইনার সমুদ্রে পড়ে গিয়েছে। সূত্রের খবর, ওই কন্টেইনারগুলিতে মেরিন গ্যাস অয়েল এবং ভেরি লো সালফার ফুয়েল অয়েল ভর্তি ছিল। এই তেল সমুদ্রের জলে মিশলে বড়সড় পরিবেশগত ঝুঁকির আশঙ্কা রয়েছে। ফলে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা সৈকতে বা সমুদ্রের ধারে কোনও কিছু ভেসে আসতে দেখলে যেন না ছুঁয়ে দেখেন।
- Related topics -
- দেশ
- আরব সাগর
- কেরল
- জাহাজ
- অপরিশোধিত তেল