Earthquake | সাতসকালে তীব্র ভূমিকম্প, কেঁপে উঠলো রাজধানী দিল্লি, আতঙ্কে ঘরছাড়া মানুষ

Thursday, July 10 2025, 4:21 am
highlightKey Highlights

অফিস টাইমে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে। ভূমিকম্প অনুভূত হয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশের গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডাতেও।


সাতসকালেই জোরালো ভূমিকম্প অনুভূত হলো দিল্লিতে। ভূমিকম্প অনুভূত হয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশের গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডাতেও। এদিন সকাল ৯টা ৪ মিনিট নাগাদ প্রায় ১৫ সেকেন্ড ধরে জোরাল কম্পন অনুভূত হয় দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির সীমান্ত লাগোয়া হরিয়ানার ঝাজ্জরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় আরও আতঙ্ক ছড়ায়। কেঁপে ওঠে বহুতলগুলি। প্রাণভয়ে টেবিলের নীচে আশ্রয় নেন কর্মীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File