কান চলচ্চিত্র উৎসবের প্রথমদিনেই মোহময়ী সাজে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, নজর কাড়লেন সকলের
ভারতের মুখ উজ্জ্বল করে এই বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হলেন বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন।
১৭ই মে অর্থাৎ গত মঙ্গলবার থেকে শুরু হয় ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী এই চলচ্চিত্র উৎসবে চলতিবার জুরির আসনে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। উৎসবের প্রথমদিনই নজরকাড়া সাজে দেখা গেল অভিনেত্রী কে।
বলি তারকা দীপিকা পাড়ুকোনের মুকুটে নয়া পালক, কান চলচ্চিত্র উৎসবের জুরি হয়ে প্রথমদিন কেমন সাজলেন রণবীর ঘরণী?
রেবেকা হল, ভিনসেন্ট লিন্ডন, জেসমিন ট্রিনকা, আসগর ফারহাদি, লাদি লি, জেফ নিকোলস এবং জোয়াকিম ট্রিয়ারের মতো বিশ্ব চলচ্চিত্রে তাবড় তারকাদের সঙ্গে এই বছর কানের জুরি আসন আলোকিত করছেন দীপিকা।
কান চলচ্চিত্র উৎসবের প্রথমদিনই নজরকাড়া সাজে ধরা দিলেন বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন। সবুজ রঙা প্যান্ট আর বেইজ রঙা ডিপ নেক শার্টে সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে তাঁর মাথায় ছিল একটি হেডব্যান্ড।অভিনেত্রীর সাজের সবচেয়ে খাস অংশ ছিল তাঁর গলায় জড়োয়া হার।
দীপিকার পাশাপাশি চলতি বছর কানে অংশ নেবেন মিউজিক কম্পোজার এআর রহমান, পরিচালক-অভিনেতা আর মাধবন, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি,পরিচালক শেখর কাপুর, অভিনেত্রী নয়নতারা, পূজা হেগড়ে, ঐশ্বর্য রাই-এর মতো ভারতীয় তারকারা।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- দীপিকা পাডুকোন
- কান চলচ্চিত্র উৎসব