মদ্যপানের নেশা না থাকলেও আপনার যকৃৎ নষ্ট হয়ে যেতে পারে, উত্তর দিচ্ছেন চিকিৎসক

Thursday, July 29 2021, 7:50 am
highlightKey Highlights

ছোট থেকে বড় বয়স - সকলেরই ভুঁড়ি বাড়লে যকৃতে মেদ জমার আশঙ্কা বাড়ে। এর ফলে যকৃত স্বাভাবিক ভাবে কাজ করতে পারে না। আপনি যদি মদ্যপান বা অ্যালকোহোল সেবন নাও করেন, শুধুমাত্র ভুঁড়ির কারণে ফ্যাটি লিভারের সমস্যা-সহ নানা অসুখের আশঙ্কা বাড়ে। এবিষয়ে চিকিৎসকদের বলেন, যাদের ফ্যাটি লিভারের সমস্যা থাকে দ্রুত শরীরচর্চা ও সঠিক খাদ্যাভ্যাসের সাহায্য নিয়ে ভুঁড়ি কমাতে হবে। ফ্যাটি লিভারের প্রথম উপসর্গ হল কোমর ও পেটের মাপ স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়া। ক্রনিক মাথাব্যথা, মনখারাপ ও অবসাদ, উদ্বেগ ইত্যাদি কিছু উপসর্গে আরও আশঙ্কা বাড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File