Madhyamik | মাধ্যমিক দিতে পারবেন অ্যাডমিট কার্ড না পাওয়া ৫০ জন শিক্ষার্থী? মামলা দায়ের হলো হাইকোর্টে!

Wednesday, February 5 2025, 9:14 am
highlightKey Highlights

বিচারপতি বিশ্বজিৎ বসু মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।


আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগে বড় সমস্যায় পড়লেন রাজ্যের প্রায় ৫০ জন ছাত্রছাত্রী। অনলাইন বিভ্রাটের জেরে ফর্ম ফিলামে গন্ডগোল হয়। আর তার জেরেই এই ৫০ জন মাধ্য়মিক পরীক্ষার্থী এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি। এর প্রতিবাদে মঙ্গলবার তারা ডিরোজিও ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। এবার এই ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বহু ছাত্রছাত্রী। বিচারপতি বিশ্বজিৎ বসু মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File