Calcutta University | বাংলায় কথা বলার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মার! উত্তেজনা ছড়ালো শিয়ালদহে!
Thursday, August 21 2025, 8:53 am

এবার শহর কলকাতায় বাংলায় কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের 'বাংলাদেশি' হিসেবে দেগে দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠলো
এবার শহর কলকাতায় বাংলায় কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের 'বাংলাদেশি' হিসেবে দেগে দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠলো। জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলের কয়েকজন পড়ুয়া শিয়ালদহ ব্রিজের নীচে একটি মোবাইলের সরঞ্জামের দোকানে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। সেখানে তাঁদের সঙ্গে হিন্দিভাষী দোকানদারের বচসা শুরু হয়। অভিযোগ, বাংলাভাষী ওই পড়ুয়াদের বাংলাদেশি বলে গালিগালাজ করা হয়, এক জনকে মারধরও করা হয়। কয়েকজন পড়ুয়া মারধরে জখম হন। ইতিমধ্যে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- শিয়ালদহ
- কলকাতা বিশ্ববিদ্যালয়
- হামলা