রাজ্য

Super Numerary Post | সুপ্রিম রায়ে স্বস্তি পেলো রাজ্য সরকার! অতিরিক্ত শূন্যপদ মামলায় খারিজ হাইকোর্টের রায়!

Super Numerary Post | সুপ্রিম রায়ে স্বস্তি পেলো রাজ্য সরকার! অতিরিক্ত শূন্যপদ মামলায় খারিজ হাইকোর্টের রায়!
Key Highlights

সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলায় খারিজ হয়ে গেলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়।

সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলায় খারিজ হয়ে গেলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানে সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা অসাংবিধানিক নয় বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। শীর্ষ আদালত জানায়, সুপার সুপারনিউমেরারি পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের মন্ত্রিসভা। উল্লেখ্য, এই মামলায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।