Ram Navami | রামনবমীতে মিছিলের অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে একাধিক শর্ত!


বৃহস্পতিবার বাঁকুড়া সদর, শালতোড়া, পশ্চিম মেদিনীপুরের পিংলার মতো একাধিক এলাকায় শর্তসাপেক্ষে রামনবমী মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
রাজ্যজুড়ে রামনবমীর মিছিলের অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট। তবে মানতে হবে একাধিক শর্ত। হাইকোর্ট জানিয়েছে, রামনবমী দিন কোনও ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে। নেওয়া যাবেনা কোনো ধাতুর হাতিয়ার। রামনবমী দিন সকাল ৮:৩০ টা থেকে ১ টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। বিকাল ৩টে থেকে ৬টা পর্যন্ত মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। দুই পক্ষে ৫০০ জনের বেশি লোক নেওয়া যাবেনা। মিছিলের প্রতিটি লোকের সাথে ভ্যালিড আইডি কার্ড থাকতে হবে।