Calcutta HC | হাইকোর্টে শুনানির লাইভ স্ট্রিমিংয়ে অশ্লীল ছবি! সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টের YouTube চ্যানেল হ্যাক
কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় লাইভ স্ট্রিমিং বন্ধ করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের এজলাসের লাইভ স্ট্রিমিং চলাকালীন অশ্লীল ছবি! হ্যাক হলো হাইকোর্টের ইউ টিউব! আদালতসূত্রে খবর, কলকাতা হাইকোর্টের মেনসন চলাকালীন হঠাৎ সেখানে অশ্লীল ছবি দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি বন্ধও করে দেওয়া হয় লাইভ স্ট্রিমিং। তবে কম সময় নয়, প্রায় কয়েক মিনিট ধরেই অশ্লীল ছবি দেখা যাচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট সূত্রে খবর। উল্লেখ্য, এর আগে ২০ সেপ্টেম্বরে হ্যাক হয়েছিল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যালেনও!
- Related topics -
- কলকাতা হাইকোর্ট
- শহর কলকাতা
- হ্যাক
- হ্যাকিং
- হ্যাকার
- আদালত
- ক্রাইম