Calcutta HC | "প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারে না নাবালিকা"- জানালো কলকাতা হাইকোর্ট

দোষী প্রমাণিত হওয়ায় নাবালিকার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত।
পকসো মামলার শুনানিতে নয়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এদিন বিচারপতি জানালেন, “প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারে না নাবালিকা। দিলেও তা গ্রহণযোগ্য নয়।” জানা গিয়েছে, ২০১৪ সালে এক নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০১৬র পর একাধিকবার নাবালিকার আপত্তি সত্ত্বেও তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে প্রেমিক। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পিতৃত্ব অস্বীকার করে অভিযুক্ত। এই মামলার শুনানিতে বিচারপতি জানিয়েছেন, ডিএনও রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে আর অন্য কোনও প্রমাণের দরকার পড়ে না।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- নাবালিকা বিবাহ
- পকসো আইন
- যৌন হেনস্তা
