R G Kar | আপাতত কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নয় সন্দীপ ঘোষ! CBI তদন্তের আগেই ভাঙা হলো সেমিনার হল লাগোয়া ঘর

Tuesday, August 13 2024, 12:44 pm
R G Kar | আপাতত কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নয় সন্দীপ ঘোষ! CBI তদন্তের আগেই ভাঙা হলো সেমিনার হল লাগোয়া ঘর
highlightKey Highlights

আপাতত কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ হচ্ছেন না সন্দীপ ঘোষ।


আপাতত কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ হচ্ছেন না সন্দীপ ঘোষ। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ক্ষোভের সুরে বলেন,“কেন ওনাকে রক্ষা করার চেষ্টা করছেন?“এরপর আদালতের তরফে সাফ নির্দেশ,আপাতত কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা যাবে না সন্দীপ ঘোষকে। অন্যদিকে, আরজিকরে রেস্ট রুম বানানোর জন্য সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে শুরু হল সংস্কারের কাজ। তবে এই সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ। সিবিআই তদন্তের আগেই কেন শুরু হল সংস্কারের কাজ? উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File