EPFO | পিএফের টাকা তুলতে অপেক্ষা করতে হবে না ১৫-৩০ দিন! কিন্তু কীভাবে ATM থেকে তুলবেন পিএফের টাকা?
Friday, December 13 2024, 12:49 pm
Key Highlightsসম্প্রতি শ্রম মন্ত্রক জানিয়েছে, এবার থেকে ATM থেকেও তোলা যাবে PF এর টাকা। কিন্তু কীভাবে তুলবেন ATM থেকে পিএফের টাকা?
সম্প্রতি শ্রম মন্ত্রক জানিয়েছে, এবার থেকে ATM থেকেও তোলা যাবে PF এর টাকা। কিন্তু কীভাবে তুলবেন ATM থেকে পিএফের টাকা? ইতিমধ্যেই গোটা ইপিএফও সিস্টেমকে এটিএমের সঙ্গে জুড়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এর জন্য প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার পিএম অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এর জন্য আপনাকে EPFOএর অফিসিয়াল সাইটে যেতে হবে। বর্তমানে কোনও চাকুরিজীবী যদি তার EPFO অ্যাকাউন্ট থেকে PFর টাকা তুলতে চান তবে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগে।

