Uttarakhand | ২৮ জন যাত্রীকে নিয়ে উত্তরাখণ্ডে ১০০ ফুট গভীর খাদে গিয়ে পড়লো বাস! মৃত্যু ৬জনের, আহত ২২
Monday, January 13 2025, 6:46 am
Key Highlights
২৮ জন পর্যটক যাত্রীকে নিয়ে পৌরি থেকে দাহাচৌরি যাচ্ছিল বাসটি। উত্তরাখণ্ডের পৌরি গারওয়াল জেলার শ্রীনগরে পাহাড়ের বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! পাহাড়ের খাদে ছিটকে গেল যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। ২৮ জন পর্যটক যাত্রীকে নিয়ে পৌরি থেকে দাহাচৌরি যাচ্ছিল বাসটি। উত্তরাখণ্ডের পৌরি গারওয়াল জেলার শ্রীনগরে পাহাড়ের বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যার ফলে বাসটি সোজা ১০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- পথদুর্ঘটনা
- বাস দুর্ঘটনা
- মৃত্যু