Jasprit Bumrah । পিঠের ব্যাথায় জেরবার বুমরাহ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত টিম ইন্ডিয়ার ১ নম্বর পেসার
চিকিৎসকরা সম্পূর্ণভাবে বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন বুমরাকে। ভারতীয় নির্বাচকরা চিকিৎসকদের থেকে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষা করছেন বুমরাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়া সিরিজ থেকে ফেরার পর থেকেই পিঠের ব্যাথায় ভুগছেন টিম ইন্ডিয়ার এক নম্বর তারকা পেসার জশপ্রীত বুমরা। বিসিসিআইয়ের পক্ষ থেকে বুমরাকে নির্দেশ দেওয়া হয়েছিল বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে রিহ্যাব করার। তবে বুমরাহ ছোট নিয়ে আপডেট ভাবাচ্ছে কর্মকর্তাদের। চিকিৎসকদের মতে, পিঠের ফোলা ভাব ভোগাচ্ছে বুমরাহকে। এ অবস্থায় তাঁকে সম্পূর্ণভাবে বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরাহ। ১৩ ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করবে কতৃপক্ষ।