খেলাধুলা

Jasprit Boomrah । অস্ট্রেলিয়ার বুকে একের পর এক রেকর্ড ভাঙছেন বুমরাহ , সিডনি টেস্টে ফের নয়া রেকর্ড জসপ্রীতের

Jasprit Boomrah ।  অস্ট্রেলিয়ার বুকে একের পর এক রেকর্ড ভাঙছেন বুমরাহ , সিডনি টেস্টে ফের নয়া রেকর্ড জসপ্রীতের
Key Highlights

সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে আউট করে জসপ্রীত বুমরাহ দুর্দান্ত এক ব্যক্তিগত নজিরে যুগ্মভাবে নিজের নাম লিখিয়ে নেন।

চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিডনি টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক রেকর্ড ভাঙছেন ভারতীয় দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহ। সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে এবং দ্বিতীয় দিনে মার্নাস ল্যাবুশানকে ফিরিয়ে দিয়ে টেস্ট ক্রিকেটে বুমরাহর উইকেট সংখ্যা দাঁড়ায় ৩২টি। দেশের বাইরে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হন তিনি। এর আগে ১৯৭৭:৭৮ সালের অস্ট্রেলিয়া সফরে ৩১টি উইকেট দখল করেছিলেন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদী।