Calcutta HC | কলকাতা হাইকোর্টের পাশের ভবনে আগুন! ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন!
Thursday, April 10 2025, 11:07 am
Key Highlightsবৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের পাশেই টেম্পল চেম্বার বিল্ডিংয়ে আগুন লাগে।
কলকাতা হাইকোর্টের পাশের ভবনে অগ্নিকান্ড! বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের পাশেই টেম্পল চেম্বার বিল্ডিংয়ে আগুন লাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। ভবনের বিদ্যুৎসংযোগ বন্ধ করে আগুন নেভানোর কাজ করছে দমকলের আধিকারিকরা। জানা গিয়েছে, যেখানে আগুন লাগে, সেখানে বিকাশ ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীর চেম্বার রয়েছে। রয়েছে একাধিক ল’ ফার্মের অফিসও। এই ভবনে দুটি লিফ্ট রয়েছে। একটি পুরোনো লিফ্ট। সেটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। প্রাথমিকভাবে অনুমান, ওই লিফ্টের সামনেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
- Related topics -
- শহর কলকাতা
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- অগ্নিকান্ড
- দমকল

