Buddhadeb Bhattacharya । গবেষণায় দেহদান করা বুদ্ধদেবের! আগামিকাল হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা
Thursday, August 8 2024, 7:17 am
Key Highlightsআগামিকাল হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শেষযাত্রা। সূচি জানালেন মহম্মদ সেলিম।
আগামিকাল হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শেষযাত্রা। সূচি জানালেন মহম্মদ সেলিম। তিনি জানান, আজ বেলা সাড়ে বারোটা পর্যন্ত পাম অ্যাভিনিউতে থাকবে দেহ। তারপর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। রাতভর সেখানে দেহ সংরক্ষণ করা হবে। আগামিকাল সকাল ১২ টায় দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। এরপর বিকেল ৪ টেয় হবে শেষযাত্রা। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান করা রয়েছে। তবে দেহটি কোন মেডিক্যাল কলেজে দেওয়া হবে তা পরিবার ও স্বাস্থ্যদপ্তরের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বুদ্ধদেব ভট্টাচার্য
- রাজনীতিবিদ

