প্রতিরক্ষামালদার শোভাপুরে চোরাচালান রুখতে গুলি চালায় BSF-এ, গুলিবিদ্ধ হয়ে জখম ২ যুবক
চোরাচালান রুখতে মালদার শোভাপুর সীমান্তে গুলিবর্ষণ । বুধবার ভোরে বস্তুর নগর থানার পাট দেওনাপুর অঞ্চলের সীমান্ত দিয়ে চোরাচালান করার সময়ই দুষ্কৃতীদের দিকে লক্ষ্য করে গুলি চালায় BSF-এর জওয়ানরা যার ফলে গুলিবিদ্ধ হয়েছেন টুটুল শেখ (২৫) এবং বাইরুল শেখ (২২) নামে দুই যুবক। তৎক্ষণাৎ তাদের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় এবং তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে প্রথমে দুষ্কৃতীদের সতর্ক করেন BSF জওয়ানরা কিন্তু চোরাকারবারীরা জওয়ানদের উপর হামলা চালায় ফলে আত্মরক্ষা করতে গুলি চালান BSF জওয়ানরা।