BSF | ভারত-পাক লড়াইয়ের মধ্যে কাশ্মীর হয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা জেহাদিদের, ৭ জঙ্গিকে নিকেশ করলো BSF!
Friday, May 9 2025, 6:58 am

পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের মধ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় জেহাদিরা! তবে সেনার সতর্কতায় বানচাল হয় সেই চেষ্টা।
বৃহস্পতিবার গভীর রাতে ভারতে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু তা প্রতিহত করে মোক্ষম জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের মধ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় জেহাদিরা! তবে সেনার সতর্কতায় বানচাল হয় সেই চেষ্টা। BSFর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কাশ্মীরের সাম্বা জেলা থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কিছু জঙ্গি। তবে তাদের নিকেশ করে সেনা। এখনও পর্যন্ত মোট ৭ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।