BSF Jawan in Pakistan | ‘ভুল করে’ সীমান্ত পার, পাকিস্তান রেঞ্জার্সের কাছে আটক BSF জওয়ান!

Thursday, April 24 2025, 2:03 pm
BSF Jawan in Pakistan | ‘ভুল করে’ সীমান্ত পার, পাকিস্তান রেঞ্জার্সের কাছে আটক BSF জওয়ান!
highlightKey Highlights

এক সীমান্তরক্ষী বাহিনী বা BSFর এক জওয়ানকে আটক করল পাকিস্তান রেঞ্জার্স!


পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মাঝে এক সীমান্তরক্ষী বাহিনী বা BSFর এক জওয়ানকে আটক করল পাকিস্তান রেঞ্জার্স! জানা গিয়েছে, পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন ওই পিকে সিং নামের BSF জওয়ান। বুধবার বিকেলে এক গাছের নিচে বিশ্রাম নিতে যাওয়ার সময় ‘ভুল করে’ তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। ইতিমধ্যে তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File