দেশ

BSF-Operation Sindoor | খতম করা হয় ৫০ পাক রেঞ্জারকে, অপারেশন সিঁদুরের সাফল্যের নেপথ্যে বড় অবদান BSFএরও!

BSF-Operation Sindoor | খতম করা হয় ৫০ পাক রেঞ্জারকে, অপারেশন সিঁদুরের সাফল্যের নেপথ্যে বড় অবদান BSFএরও!
Key Highlights

যখন রাতের অন্ধকারে পাক সেনা ভারতে হামলা চালায়, প্রবেশের চেষ্টা চালান পাক রেঞ্জাররা, সেই সময় তাদের প্রতিহত করেছে সীমান্তরক্ষীরাই।

অপারেশন সিঁদুরের সাফল্যের পেছনে সেনার পাশাপাশি বড় অবদান রয়েছে BSFএরও। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে BSF এর কর্তারা জানান, যখন রাতের অন্ধকারে পাক সেনা ভারতে হামলা চালায়, প্রবেশের চেষ্টা চালান পাক রেঞ্জাররা, সেই সময় তাদের প্রতিহত করেছে সীমান্তরক্ষীরাই। BSF বাহিনীর কর্তারা জানান, ভারতের প্রত্যাঘাতের পর দিন জম্মু ও কাশ্মীরের সাম্বা, শিয়ালকোট এলাকা দিয়ে প্রচুর অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান, কিন্তু তাদের রুখে দেয় ভারতীয় সীমান্তরক্ষীরা। কমপক্ষে ৫০ এর উপরে পাক রেঞ্জার মেরেছে তারা।