আন্তর্জাতিক

Ukraine | এপ্রিলের মধ্যে ইউক্রেনকে ১ লক্ষ ড্রোন দেবে ব্রিটেন, ৫ বিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা করবে জার্মানি!

Ukraine | এপ্রিলের মধ্যে ইউক্রেনকে ১ লক্ষ ড্রোন দেবে ব্রিটেন, ৫ বিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা করবে জার্মানি!
Key Highlights

ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, ইউক্রেনকে আগামী এক বছরের মধ্যে ৪.৫ বিলিয়ন পাউন্ডের সেনা সহায়তা ও ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে জেলেনস্কির দেশকে ১ লক্ষ ড্রোন সরবরাহ করা হবে।

গত রবিবার রাশিয়ায় আচমকাই ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন স্পাইডার ওয়েব’ চালিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। ইউক্রেনের ওই হামলায় ধ্বংস হয় রুশ বোমারু বিমান Tu 95, Tu22M3 ও A 50-সহ ৪১টি বিমান। এই আবহেই ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, ইউক্রেনকে আগামী এক বছরের মধ্যে ৪.৫ বিলিয়ন পাউন্ডের সেনা সহায়তা ও ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে জেলেনস্কির দেশকে ১ লক্ষ ড্রোন সরবরাহ করা হবে। এদিকে ইউক্রেনকে ৫ বিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা করবে জার্মানি।