মুম্বইয়ের সমুদ্র সৈকতে নিষিদ্ধ ছটপুজো! প্রকাশ্য স্থানে হবেনা ছটপুজো জানাল বৃহন্মুম্বই পুরসভা।

Wednesday, November 18 2020, 5:12 am
মুম্বইয়ের সমুদ্র সৈকতে নিষিদ্ধ ছটপুজো! প্রকাশ্য স্থানে হবেনা ছটপুজো জানাল বৃহন্মুম্বই পুরসভা।
highlightKey Highlights

করোনা পরিস্থিতিতে দিল্লি সরকার ও রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই যমুনার তীর, মন্দির ও বিভিন্ন প্রকাশ্য স্থানে ছটপুজো নিষিদ্ধ করা হয়েছে। অরবিন্দ কেজরীবাল সরকার কোভিড মোকাবিলায় ব্যর্থতা ঢাকতেই ছট নিয়ে কড়াকড়ি করছে। মুম্বইয়ের সমুদ্রসৈকত, নদীর তীর কিংবা পুকুরের ধারে ছটপুজোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিল বৃহন্মুম্বই পুরসভা। মূলত বিহারি জনতার একাংশ মহারাষ্ট্র সরকারের কাছে ছটের জন্য বিধি শিথিল করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে আপস করতে নারাজ পুরসভা। তবে নয়া নির্দেশে প্রকাশ্য স্থানে ছটপুজোর অনুমতি দেওয়া হলেও পুজোর সময়ে মাস্ক পরা, স্যানিটাইজ়ার ব্যবহার ও পারস্পরিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট