ফের টলিউডে রহস্যমৃত্যু, পল্লবী দে’র পরে বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার

Friday, May 27 2022, 1:55 pm
highlightKey Highlights

একের পর এক রহস্যমৃত্যুর শিকার গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রীরা। ফের উদ্ধার অভিনেত্রী তথা মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ।


পল্লবী দের পর আবার রহস্যমৃত্যু! এবার মৃত্যু অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশার দেহ। জানা গিয়েছে ২১ বছর বয়সী এই অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

ফের তোলপাড় টলিপাড়া, কেন একইভাবে চলে যাচ্ছে সব তরতাজা প্রান

বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি। 

Trending Updates

অভিনেত্রীর দেহ ইতিমধ্যেই আরজি কর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট পাওয়া গেলে তবেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।

প্রয়াত অভিনেত্রী তথা মডেল বিদিশা দে মজুমদার
প্রয়াত অভিনেত্রী তথা মডেল বিদিশা দে মজুমদার

বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তাঁর পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাঁদের কাছেও ধোঁয়াশা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File