Boxer George Foreman | নিজের বাড়িতে প্রয়াত হলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান

Saturday, March 22 2025, 6:30 am
highlightKey Highlights

প্রয়াত হলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। ৭৬ বছরে নিজ বাড়িতেই জীবনাবসান হয়েছে তাঁর।


বক্সিং জগতে শোকের ছায়া। ৭৬ বছর বয়সে নিজ বাসভবনে প্রয়াত হলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। একটি ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন বক্সারের পরিবার। অলিম্পিক স্বর্ণপদক জিতে তিনি তাঁর বক্সিং কেরিয়ার শুরু করেন। বর্ণময় জীবন। ১৯৭৪এ ‘রাম্বল ইন দ‍্য জাঙ্গল’এ মহম্মদ আলির কাছে হেরে ১০ বছর রিংয়ে ঢোকেননি। ১৯৯৪এ মাইকেল মুরকে হারিয়ে রিংয়ে প্রত্যাবর্তন করেন এই কিংবদন্তি। ৮১টি ম্যাচ খেলেছেন, জিতেছেন ৭৬টিতে। সবচেয়ে বেশিবার হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File