দেশ

Co-WIN অ্যাপ ছাড়াই এবার থেকে ১৫০৭ নম্বরে ফোন করলেই সরাসরি কোভিড টিকা বুক করা যেতে পারে

Co-WIN অ্যাপ ছাড়াই এবার থেকে ১৫০৭ নম্বরে ফোন করলেই সরাসরি কোভিড টিকা বুক করা যেতে পারে
Key Highlights

Co-WIN অ্যাপটি সরকারি কর্মচারীদের ব্যবহারের জন্য। তবে দেশের মানুষজন কো উইন পোর্টাল থেকে কোভিড টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন। ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ের কোভিড টিকাকরণ। এবার মোবাইল থেকে Aarogya Setu অ্যাপটি আপডেট করতে হবে। সেখানে আপনার পিন কোড দিয়ে নিকটবর্তী টিকাকরণ সেন্টারের খোঁজ করতে হবে। তারপর ফোন নম্বর দিলে ওটিপি আসবে। এর পরে আপনি কোভিড টিকাকরণের জন্য আপনার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, সেই বিষয়ে নিশ্চিন্ত হতে পারবেন।