Bombay High Court | আধার, ভোটার কিংবা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, বড় পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের!
Tuesday, August 12 2025, 12:09 pm
Key Highlightsবম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকার খুব তাৎপর্যপূর্ণভাবে বলেন, আধার, ভোটার কিংবা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়।
SIR বিতর্কের মাঝেই নাগরিকত্ব প্রমাণ নিয়ে বড় মন্তব্য করলো বম্বে হাইকোর্ট। বাবু আবদুর রউফ নামে এক ব্যক্তিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে গ্রেফতারের মামলায় মঙ্গলবারের শুনানিতে বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকার খুব তাৎপর্যপূর্ণভাবে বলেন, আধার, ভোটার কিংবা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কারণ ওই ব্যক্তির কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই রয়েছে। উল্লেখ্য,বিহারের SIR নিয়ে মামলায় আগেই আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয় বলে নির্বাচন কমিশনের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট।
- Related topics -
- দেশ
- ভারত
- বোম্বে হাইকোর্ট
- হাইকোর্ট
- আধার কার্ড
- প্যান কার্ড
- ভোটার কার্ড

