Delhi Bomb Threat । এক সপ্তাহে পরপর দুবার বোমাতঙ্ক, ৬ স্কুলের ইমেইলে পাঠানো হলো হুমকি, রাজধানী দিল্লিতে তৎপর দুষ্কৃতীরা?
ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সকালে হুমকি ইমেল আসে। সেখানে বলা হয়, রাজধানীর ৬টি স্কুলে বোমা রাখা আছে। তড়িঘড়ি স্কুলগুলিকে ফাঁকা করে তল্লাশি চালানো হয়।
রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক। ৯ ডিসেম্বরের পর ফের আজ সকালে দিল্লির ছয়টি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হুমকি পাঠিয়েছে দুষ্কৃতীরা।তালিকায় রয়েছে পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেমব্রিজ স্কুল। ইমেইল দেখার পরেই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করে। তড়িঘড়ি বাকি পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে তল্লাশি শুরু হয়। এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেও দিল্লি, নয়ডা মিলিয়ে শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছিলো দুষ্কৃতীরা।
- Related topics -
- দেশ
- বোমাতঙ্ক
- বোমা বিস্ফোরণ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- স্কুল
- সরকারি স্কুল