Nitin Gadkari | ‘কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হবে!’- মন্ত্রী নীতীন গড়করির বাড়িতে এলো ‘ফেক কল’!
Sunday, August 3 2025, 2:08 pm

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির বাড়িতে বোমাতঙ্ক। তাঁর বাড়িতে বোমা রাখা আছে বলে পুলিশের কাছে ফোন আসে।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির বাড়িতে বোমাতঙ্ক। সূত্রের খবর, এদিন সকাল ৯টা নাগাদ এক ব্যক্তি প্রতাপনগর থানায় ফোন করে বলে, ‘বোমা রাখা আছে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হবে!’ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। মন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করে। যদিও বোমা পাওয়া যায়নি। ফোন নম্বর ট্র্যাক করে তুলসিবাঘ রোড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, নিজের ফোন থেকেই তিনি পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেছিলেন। ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
- Related topics -
- দেশ
- নীতীন গডকড়ি
- বোমাতঙ্ক
- কেন্দ্রীয় মন্ত্রী
- মন্ত্রী