সেলিব্রিটি

চিন্তায় বলিউড! হঠাৎ কী হল অভিনেতা সানি দেওলের? আমেরিকায় চলছে চিকিৎসা

চিন্তায় বলিউড! হঠাৎ কী হল অভিনেতা সানি দেওলের? আমেরিকায় চলছে চিকিৎসা
Key Highlights

শ্যুটিং-এ পিঠে মারাত্মক আঘাত পেয়েছেন সানি দেওল। বিদেশে চিকিৎসা চলছে তাঁর। অভিনেতার আহত হওয়ার খবরে উদ্বিগ্ন বলিউড।

চোট, আঘাত, মারণ-অসুখে বার বার বিপর্যয়ের মুখে পড়তে হয় বি-টাউন’-কে। সোনালি বেন্দ্রে, সঞ্জয় দত্ত, মনীষা কৈরালা, মহিমা চৌধুরী, কিরণ খের লড়াই করেছেন মারণরোগের বিরুদ্ধে। ক্যানসার-যুদ্ধে হার মেনেছেন নার্গিস, ইরফান খান, ঋষি কপূর। সম্প্রতি, মারাত্মক চোট পেয়ে সানি দেওল এখন আমেরিকায় চিকিৎসাধীন। 

উদ্বেগে বলিউড, পিঠে মারাত্মক চোট পেয়ে চিকিৎসাধীন সানি দেওল

কয়েক সপ্তাহ আগে শ্যুটিংয়ের সময়ে পিঠে মারাত্মক চোট পান সানি। মুম্বইয়ের হাসপাতালে প্রথমে তাঁর চিকিৎসা শুরু হয়। আঘাত বেশ গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে।

পিঠের আঘাতের সেই চিকিৎসা গত দু’সপ্তাহ ধরে চলছে ধর্মেন্দ্র-পুত্রের। জানা গিয়েছে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই দেশে ফিরবেন সানি। সানির চোটের খবরে চিন্তিত বলিউড। আপাতত বন্ধ রাখতে হয়েছে শ্যুটিং। বলিউড তারকার পাশাপাশি এখন সানি দেওল একজন সাংসদও বটে। চিকিৎসার কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও যোগ দিতে পারেননি তিনি।

‘বাপ’ ছবিতে সানিকে দেখা যাবে সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি শ্রফের সঙ্গে। কুড়ি বছর আগে তাঁর ‘গদর-এক প্রেম কথা’ ঝড় তুলেছিল বক্স অফিসে। বিপরীতে ছিলেন অমিশা পটেল। এই ছবির সিক্যুয়েল ‘গদর-২’-তে ফিরছেন সানি-অমিশা জুটি। অভিনেতার ঝুলিতে রয়েছে ‘আপনে-২’ ছবির কাজ। তাতে অভিনয় করতে দেখা যাবে দেওল পরিবারের তিন প্রজন্মকে। ধর্মেন্দ্র, সানি, ববি ও কর্ণ দেওল।


Madhyamgram Blast | প্রেমের টানেই সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক তথ্য এলো পুলিশের হাতে
Putin-Modi | ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে মোদিকে ফোন পুতিনের! কীসের জন্য নমোকে ধন্যবাদ জানালেন রুশ প্রেসিডেন্ট?
Shramshree | দেওয়া হবে মাসে মাসে ৫ হাজার টাকা, মিলবে আরও সুবিধা! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পের ঘোষণা!
Kolkata Metro | সর্বনিম্ন ভাড়া ৫, সর্বাধিক ৭০! ২২ আগস্ট কলকাতা বিমানবন্দর-সহ তিনটি মেট্রো প্রকল্পর উদ্বোধন!
US-India | শুল্ক যুদ্ধের মাঝে বাণিজ্য বিভ্রাট, ভারত সফর বাতিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের
Shubhanshu Shukla | ঘরের ছেলে ফিরলো ঘরে, দেশের মাটিতে পা রাখলেন 'স্পেস বয়' শুভাংশু শুক্লা
Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ