উচ্চশিক্ষিত হয়েও ছেলে পেশায় ডেলিভারি বয়, অবসাদে আত্মঘাতী হুগলির বৃদ্ধ দম্পতি
Sunday, January 10 2021, 2:27 pm
Key Highlightsউচ্চশিক্ষিত হয়েও বাধ্য হয়ে পেশা হিসেবে বেছে নিয়েছেন হোম ডেলিভারিকে। যা মেনে নিতে পারছিলেন না হুগলির কোন্নগরের সরকার দম্পতি। ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন তাঁরা। যার জেরে চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন। জানা গিয়েছে, ওই দম্পতির নাম দীপক ও ভবানী সরকার। দু’জনই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। হুগলির কোন্নগরের এস সি চট্টোপাধ্যায় স্ট্রিটে ছেলের সঙ্গে থাকতেন তাঁরা। ছেলে দিব্যেন্দু উচ্চশিক্ষিত। আগে ট্যুরের ব্যবসা করতেন। বছর দেড়েক আগে বিয়েও করেন। কিছুদিন যেতে না যেতেই লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় সেই ব্যবসা। ফলে আর্থিক সমস্যা তৈরি হয়। এরপর কার্যত বাধ্য হয়েই হোম ডেলিভারির কাজ শুরু করেন দিব্যেন্দু।