Kolkata Police officer body found | খাস কলকাতায় উদ্ধার বিচারকের দেহরক্ষীর মৃতদেহ, খুন না আত্মহত্যা? ঘনাচ্ছে সন্দেহ
বুধবার সকাল ৭টা নাগাদ কলকাতার আদালত চত্বর থেকে কপালে গুলিবিদ্ধ অবস্থায় এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। মৃত পুলিশ অফিসার গোপাল নাথ নগর দায়রা আদালতে বিচারকের দেহরক্ষী ছিলেন।
বুধবার সকাল ৭টা নাগাদ কলকাতার আদালত চত্বর থেকে কপালে গুলিবিদ্ধ অবস্থায় এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। দ্রুত তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, মৃত পুলিশ অফিসার গোপাল নাথ নগর দায়রা আদালতে বিচারকের দেহরক্ষী ছিলেন। আদালতের নিচের তলায় সিঁড়ির পাশে একটি চেয়ারে তাঁর দেহ পাওয়া গিয়েছে। তদন্ত চলছে। পুলিশের অনুমান, নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন তিনি।