Ahmedabad Plane Crash | "কফিন খুলবেন না', একে একে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ!
Monday, June 16 2025, 9:12 am
Key Highlightsআহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ DNA পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের পরিবারকে।
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ DNA পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের পরিবারকে। জানা গিয়েছে, আহমেদাবাদ সিভিল হাসপাতালে মৃতদেহের ৯২টি নমুনার DNA মেলানো সম্পন্ন হয়েছে। তবে এই ৯২ নমুনা ৮৭ জনের, কারণ কোনও কোনও ক্ষেত্রে একই ব্যক্তির শরীরের একাধিক অঙ্গ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৪৭টি মৃতদেহ একাধিক জেলায় পাঠানো হয়েছে। বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ পাওয়ার পর এই মুহূর্তে সবার ঠোঁটে একই কথা, "কফিন খুলবেন না' কারণ মৃতদেহগুলোর যা অবস্থা তা দেখে আরও কষ্ট পাবেন প্রিয়জনরা।
- Related topics -
- দেশ
- ভারত
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- আমদাবাদ
- বিমান দুর্ঘটনা
- ডিএনএ

