Tangra | ট্যাংরায় উদ্ধার ২ মহিলা-সহ এক শিশুর দেহ! দুই ভাইকে আটক করলো পুলিশ!

Wednesday, February 19 2025, 8:18 am
highlightKey Highlights

৩জনের মৃত্যু নেপথ্যে আত্মহত্যা নাকি খুন রয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছ।


ট্যাংরায় উদ্ধার একই পরিবারের ৩ দেহ! বুধবার দুই মহিলা ও এক শিশুর দেহ উদ্ধার করা হয়। ৩জনের মৃত্যু নেপথ্যে আত্মহত্যা নাকি খুন রয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছ। পুলিশ সূত্রে খবর, মহিলাদের হাতের শিরা কাটা ছিল। তাই আত্মহত্যার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে প্রসূণ দে, প্রণয় দে নামে দু’জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই ভাইয়ের গতিবিধি দেখে সন্দেহ হওয়াতেই পাকড়াও করে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন ট্যাংরা থানার ওসি। বাড়ির চারদিকে রয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File