মাঝ গঙ্গায় ভাসমান লাইব্রেরি, লঞ্চে উঠলেই হাতের মুঠোয় পাবেন ৫০০ বই

Thursday, December 21 2023, 2:33 pm
মাঝ গঙ্গায় ভাসমান লাইব্রেরি, লঞ্চে উঠলেই হাতের মুঠোয় পাবেন ৫০০ বই
highlightKey Highlights

নদীবক্ষে লাইব্রেরিতে বসেই মিলবে বই পড়ার সুযোগ! এমনই অভিনব লাইব্রেরি উপহার দিতে চলেছে রাজ্য পরিবহণ নিগম। একটি লঞ্চে তৈরি করা হয়েছে ৫০০ বইয়ের সমাহারে আস্ত লাইব্রেরি। ওই লঞ্চে উঠলেই হাতের নাগালে চলে আসবে হরেক রকমের বাংলা, ইংরাজি বই। আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে এমন অভিনব ‘বোট লাইব্রেরি’-র শুভ উদ্বোধন হতে চলেছে। রাজ্য পরিবহণ দফতর এবং একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের ‘ফসল’ এই লাইব্রেরি। এর আগে ট্রামের ভিতরেও লাইব্রেরি উপহার পেয়েছেন রাজ্যবাসী। এ বার নদীবক্ষেও তেমন সুযোগ মিলতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট