HC | 'দুর্নীতি হয়েছে' মানতে নারাজ পর্ষদ! প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক বাতিলের মামলায় নয়া মোড়

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগে মামলার শুনানিতে জোরালো সওয়াল প্রাথমিক শিক্ষা পর্ষদের। নিয়োগে দুর্নীতি হয়েছে তা মানতে নারাজ পর্ষদ।
মঙ্গলবার প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগে মামলার শুনানি ওঠে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। সেখানে পর্ষদের পক্ষে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সওয়াল জবাবে তিনি বলেন, নিয়ম না মানলেই সেটা ‘দুর্নীতি’ নয়। 'কোনও পরীক্ষার্থীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে' অভিযোগ করা হলে তা আদালতে প্রমাণ করতে হবে। প্রমান করতে হবে আর্থিক লেনদেনের সত্যতাও। আইনজীবী আরও বলেন, ক্ষমতার অপব্যবহার ‘দুর্নীতি’র সংজ্ঞার মধ্যে পড়ে না।