শহর কলকাতা

Blood Moon | কলকাতার আকাশে দেখা যাবে রক্তলাল চাঁদ! কটার সময় দেখতে পাবেন 'Blood Moon'?

Blood Moon | কলকাতার আকাশে দেখা যাবে রক্তলাল চাঁদ! কটার সময় দেখতে পাবেন 'Blood Moon'?
Key Highlights

রবিবার এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হওয়ার কথা। পূর্ণগ্রাসের সময় ১ ঘণ্টা ২২ মিনিট।

আজ, রবিবার কলকাতার আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদের হয়ে যাবে রক্তের মতো লাল। পজিশনাল অস্ট্রোনোমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত ১১টা ১ মিনিটে আর শেষ হবে রাত ১২টা ২৩ মিনিটে। পূর্ণগ্রাসের সময় ১ ঘণ্টা ২২ মিনিট। আর মোট গ্রহণের সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। রবিবার ভারত সহ অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস গ্রহণ।