IPL 2025 | টিকিটের কালোবাজারি রুখতে ইডেনে মোতায়েন পুলিশ, একাধিক টিকিট সহ ধৃত ৩

Saturday, March 22 2025, 1:46 pm
highlightKey Highlights

আজ শনিবার আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়ে গিয়েছে কালোবাজারি। ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হল।


আজ কলকাতার বুকে ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। কেকেআর বনাম আরসিবি ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে মহানগরীতে। পুলিশের কাছে খবর ছিল এই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি শুরু হয়েছে। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শুক্রবার মধ্য কলকাতা থেকে পীযূষ মহেন্দ্র ও কামাল হোসেন নামে দুই যুবক গ্রেপ্তার হয়েছে। তাদের কাছে মোট ১৭টি টিকিট, নগদ ২০৬০০ টাকা এবং ২টি মোবাইল ফোন পেয়েছে পুলিশ। শনিবারও নিউমার্কেট এলাকা থেকে শাহবাজ খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File