দেশ

Assembly Election 2023 | তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়! বিপুল জয়ে নারীদের প্রণাম ও ২৪ এর হ্যাটট্রিকের গ্যারান্টি মোদির!

Assembly Election 2023 | তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়! বিপুল জয়ে নারীদের প্রণাম ও ২৪ এর হ্যাটট্রিকের গ্যারান্টি মোদির!
Key Highlights

তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ এ বিপুল জয় পেলো বিজেপি। একমাত্র তেলেঙ্গানায় জিতে মুখরক্ষা করেছে কংগ্রেস। সোমবার মিজোরামে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।

তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য বিজেপির। একমাত্র তেলেঙ্গানায় জিতে মুখরক্ষা করেছে কংগ্রেস। প্রকাশ হলো ৪ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Election 2023) এর ফলাফল। রাজস্থান , মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। যার মধ্যে মিজোরাম ছাড়া বাকি ৪ রাজ্যেরই নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। সোমবার মিজোরামে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।

রাজস্থানের বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) এ ১১৫ ভোট পেয়ে, মধ্যপ্রদেশে ১৬৩ ভোট পেয়ে, ছত্তিশগড়ে ৫৪ ভোট পেয়ে জয় পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) এ ৬৪ভোট পেয়ে একমাত্র তেলেঙ্গানায় জিতে মুখরক্ষা করেছে কংগ্রেস। তবে জাতীয় রাজনীতিতে এই ফলাফলের আদৌ কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মনে। তবে অনেকের অনুমান, মণিপুরের জাতি হিংসার জেরে বিজেপি বিরোধী মানসিকতা তৈরি হয়েছে আমজনতার। সেই হাওয়াকে কাজে লাগাতে চাইবে কংগ্রেস।

উল্লেখ্য, এদিন একের পর এক রাজ্যে জয় হাসিল করার পর দিল্লিতে রবিবাসরীয় সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দফতর থেকে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বক্তব্যের প্রথমেই কংগ্রেসের জাতিগত জনগণনার প্রতিশ্রুতিকে কার্যত কটাক্ষ করেন তিনি। মোদির বক্তব্য, ভারতকে জাতপাতের ভিত্তিতে বার বার ভাঙার চেষ্টা করা হয়েছে। বিভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ। এই জয় নারীশক্তি,যুব শক্তি, কৃষক ও গরিবের জয় বলেও জানান মোদি। তিনি বলেন, নারীরা আশীর্বাদ করেছেন। তাঁরা একরকম ঠিক করে নিয়েছিলেন তাঁরা বিজেপির জয়কে নিশ্চিত করবেন। তাঁরাই রক্ষাকবচ। এদিন বক্তব্যে নারীশক্ত্যির প্রশংসা করেন মোদি। তিনি বলেন নারী শক্তির বিকাশ হল বিজেপির বিকাশের উল্লেখযোগ্য দিক। মহিলা, মা বোনরা বিজেপিকে পুরোপুরি আশীর্বাদ করেছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, গোটা দুনিয়ায় এই ভোটের জয়ের কথা ছড়িয়ে পড়বে। এই জলের ফলাফল গোটা বিশ্বজুড়ে নতুন বিশ্বাস দেবে। মোদী বলেন, যেখানে ডবল ইঞ্জিন সেখানেই উন্নয়ন।

প্রসঙ্গত এক্সিট পোল ২০২৩ (Exit Poll 2023) এর ইঙ্গিত ছিলই। সেই মতোই মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখল বিজেপি। পাঁচ বছর পর ক্ষমতায় ফিরল মরুরাজ্য রাজস্থানেও। তবে বেশ কিছু সমীক্ষাকে ভুল প্রমাণ করে ছত্তীসগঢ়েও এ বার হাত সরিয়ে ফুটল পদ্মফুল। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) এ জয় পেয়ে বিজেপি ১২টি রাজ্যে ক্ষমতায় রইল। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, গুজরাত, গোয়া, অসম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত হল রাজস্থান ও ছত্তীসগঢ়। এ ছাড়াও মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ড ও সিকিমে সরকার পক্ষে রয়েছে বিজেপি। অন্যদিকে, তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) এ জয় পেয়ে দেশের রাজনৈতিক মানচিত্র অনুযায়ী, মোট ৬টি রাজ্যে ক্ষমতায় রইল কংগ্রেস। বিজেপিকে রুখতে লোকসভা ভোটের আগে ২৮টি দল এক হয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠন করেছে। জোটের নিরিখে দেখলে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে নিয়ে ১০টি রাজ্য নিজেদের দখলে রাখল ‘ইন্ডিয়া’।

অন্যদিকে, মিজোরামের শাসকদল এমএনএফ ২০১৬ সাল থেকেই বিজেপি (BJP) নেতৃত্বাধীন জোট ‘নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (নেডা)-র সদস্য।জাতীয় রাজনীতিতে সেভাবে প্রাসঙ্গিক না হলেও মিজোরামের বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Election 2023) ফলাফলের দিকে চোখ রাখবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কারণ সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে হাত শিবিরের ভূমিকা। এক্সিট পোল ২০২৩ (Exit Poll 2023) সমীক্ষা অনুযায়ী, ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হবে মিজোরামে। সেক্ষেত্রে জেডপিএমের সঙ্গে জোট বেঁধে সরকার গড়তে পারে কংগ্রেস। অন্যদিকে, উত্তর-পূর্বের রাজ্যগুলো নির্বাচন লড়ে মূলত স্থানীয় সমস্যাকে মাথায় রেখেই। ফলে বিধানসভা নির্বাচন মিটতেই ফের বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াতে পারে এমএনএফ, এমন প্রবল সম্ভাবনাই বলছেন রাজনৈতীক বিশেষজ্ঞরা।


Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Weather Update | কাটছে ঘূর্ণাবর্ত, স্বস্তিতে মহানগর, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Disha Patani | বলিতারকা দিশা পাটনির বাড়ির বাইরে গুলিবর্ষণ অজ্ঞাতপরিচয় আততায়ীদের! তদন্তে পুলিশ
Sir Mokshagundam Visvesvaraya | ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং-র 'জনক' স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়! তাঁর জন্মবার্ষিকীতে এদিন পালন হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে'!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo
জলের পাইপ ফেটে উত্তর ও মধ্য কলকাতার একাংশে পানীয় জলের সঙ্কট