এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী জগদীপ ধনখড়, শনিবার এমনটাই ঘোষণা করলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা

Saturday, July 16 2022, 4:33 pm
highlightKey Highlights

শনিবারই উপরাষ্ট্রপতি পদে এনডিএ বাংলার রাজ্যপালের নাম প্রস্তাব করা হয়েছে। বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে চূড়ান্ত সিলমোহর পড়ে জগদীপ ধনখড়ের নামে।


রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, বিজেপি তথা এনডিএ-র যা সমস্য সংখ্যা, তাতে সব ঠিকমতো চললে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়ের নাম নিযুক্ত হওয়ায় কোন সমস্যা হওয়ার কথা নয়।

বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় এবার হতে পারেন উপরাষ্ট্রপতি! কী বলছে সমীক্ষা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানেরন উপস্থিতিতে আয়োজিত বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে ধনখড়ের নামে চূড়ান্ত সিলমোহর বসানো হয় বলে জানা যাচ্ছে।

Trending Updates

এর আগে ২০১৯-এর জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ধনখড়ের সঙ্গে বিতর্কে জড়িয়েছে নবান্ন। একাধিক বিষয়ে, অজস্র বার রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন ধনখড়। বার বার রাজ্য সরকারের আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন রাজভবনে। পাল্টা কড়া প্রতিক্রিয়া এসেছে নবান্ন থেকেও।

এমনকি মুখ্যমন্ত্রী ধনখড়কে টুইটারে ব্লকও করে দেন। যদিও সেই রাগারাগি দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি জিটিএ চেয়ারম্যানের শপথগ্রহণের অনুষ্ঠানে দার্জিলিঙে গিয়েছিলেন রাজ্যপাল। ঘটনাচক্রে সেই সময় পাহাড়েই ছিলেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙের রাজভবনে রাজ্যপাল তাঁকে ডেকে চা-বিস্কুট খাইয়েছিলেন। সেই সাক্ষাতেই দেখা মিলেছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও। তিন জনে এক সঙ্গে বসে চা খাচ্ছেন, সেই ছবিও পোস্ট করেছিলেন রাজ্যপাল ধনখড়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File