ইচ্ছাকৃত নিজের ওপর হামলা করাল এক বিজেপি সাংসদের ছেলে! কিন্তু কেন? তদন্ত করছে পুলিশ
Wednesday, March 3 2021, 11:26 am
Key Highlightsপুলিশ সূত্রে জানা গিয়েছে যে লখনউয়ের মড়িয়াঁব এলাকায় মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ বিজেপি সাংসদ কৌশল কিশোরের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ আসে পুলিশের কাছে। তাঁর কোমরের উপরে এবং কাঁধের নীচে গুলির ক্ষত হয়েছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পুলিশ তদন্ত করে এক অবাক তথ্য জানতে পারে। উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদের ছেলে পুলিশকে জানায় যে তাকে মোটরবাইকে করে কিছু দুষ্কৃতীরা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার সত্যতা জাকাহি করতে গিয়ে পুলিশ জানতে পারে যে আয়ূষই হল এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী।