পরিবহনরেলমন্ত্রীকে চিঠি পাঠিয়ে এবার লোকাল ট্রেন চালুর দাবিতে সরব বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত
গত ৬ মে থেকে করোনা রুখতে রাজ্যে চালু হয় কড়া বিধিনিষেধ। সেই থেকেই বন্ধ হয়েছে যান চলাচল। বিধিনিষেধে অনেক ছাড় দিলেও এখনও পর্যন্ত লোকাল ও মেট্রো রেল চালুর অনুমতি দেয়নি রাজ্য সরকার। সম্প্রতি যাত্রী বিক্ষোভও শুরু হয়েছে লোকাল ট্রেন চালুর দাবিতে। এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েছেন, ‘‘এখন ট্রেন চালালে করোনা সংক্রমণ এক লাফে বেড়ে যাবে।’’ তারই বিরোধিতা করে এবার রেলমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালু করার দাবি জানাল রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।