Abhishek Banerjee | ইনফ্লুয়েন্সারদের হাতে পৌঁছচ্ছে উন্নয়নের রিপোর্ট কার্ড!- জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক

Friday, December 26 2025, 3:36 pm
highlightKey Highlights

গত ১৫ বছর রাজ্য সরকারের রিপোর্ট কার্ড এই প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সারদের হাতে তুলে দেবেন শাসক দলের নেতা কর্মীরা৷


এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটের প্রচার শুরু করল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি থেকে নতুন কর্মসূচি শুরু করছে তৃণমূল। কর্মসূচির নাম বাংলার সমর্থনের সংযোগ। রাজ্য জুড়ে সমাজে প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সার ১৮০০ জনকে ব্যবহার করা হবে। তাঁদের হাতে গত ১৫ বছর রাজ্য সরকারের রিপোর্ট কার্ড তুলে দেবেন শাসক দলের নেতা কর্মীরা। এমনকি বিরোধী দলের নেতাদের উন্নয়নের রিপোর্ট কার্ড পৌঁছে দিতে হবে। জনসংযোগের কাজ দেখার জন্যে কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File