BJP in Assembly | বিজেপি বিধায়কদের ওয়াকআউট, মার্শাল ডাকলেন স্পিকার! ফের উত্তাল বিধানসভা!

Monday, March 10 2025, 11:44 am
highlightKey Highlights

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই উত্তাল বিধানসভা। হিরণ চট্টোপাধ্যায়কে বলতে না দেওয়ার প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা।


বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই উত্তাল বিধানসভা। হিরণ চট্টোপাধ্যায়কে বলতে না দেওয়ার প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। এদিকে প্রতিবাদী বিজেপি বিধায়কদের সঙ্গে বাদানুবাদে জড়াতে দেখা গেল স্পিকারকেও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে শেষ পর্যন্ত মার্শাল ডাকেন স্পিকার। মনোজ ওরাকে মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। পাশাপাশি সাসপেন্ড করা হয় ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে। স্পিকারের প্রতি অভব্য আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File