Arjun Singh | করাচির বাসিন্দার নাম নৈহাটির ভোটার তালিকায়! বড়ো অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের
Thursday, October 16 2025, 2:46 pm

অর্জুন সিংয়ের অভিযোগ, সালেহা পাকিস্তানের করাচির বাসিন্দা। পাকিস্তানের পাসপোর্টে ভারতে এসেছিলেন, তারপরে এখানেই ভোটার নথি তৈরি করে নিয়েছেন।
এসআইআর আবহে বঙ্গে চলছে রাজনৈতিক তরজা। এবার চাঞ্চল্যকর দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিংয়ের। তিনি জানিয়েছেন, নৈহাটি বিধানসভার ভোটার তালিকায় রয়েছে পাকিস্তানের বাসিন্দার নাম। সূত্রের খবর, নৈহাটি বিধানসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এটি ঘোষ লেনের বাসিন্দা মহম্মদ ইমরান। তাঁর স্ত্রী সালেহা খাতুন জন্মসূত্রে পাকিস্তানের করাচির বাসিন্দা। ভারতীয় নাগরিক না হয়েও ভোটার তালিকায় নাম রয়েছে সালেহার। বিজেপি নেতার দাবি, নাগরিকত্বের আবেদন না জানিয়েই ভোটার তালিকায় নাম তোলা হয়েছে।